নাসিহামাসয়ালা-মাসায়েল

বিদআত কি? শবে বরাতে কোনটা বিদআত এবং কোন আমল সঠিক? (ভিডিও আলোচনা)

সূত্র জানলে যেমন যে কোন অংক করা যায়, তেমন ইসলামী মূলনীতি জানলে কোনটা বেদাত সেটা নিজে থেকেই বুঝা যায়, অমুক হুজুরে বলছে বেদাত সেজন্য এটা বেদআত মনে করতে হবে কেন? ইসলাম কি কোন হুজুরের বানানো?

আজকে যদি কেউ বলে যে প্যারাসিটামল খেলে গ্যাস্ট্রিক কমে, সেই কথাটা কি আপনি বিশ্বাস করে নিবেন?
এই তিনটা ভিডিও ভালো করে দেখেন, তাহলে বিদআত কি জিনিস সেটা বুঝতে পারবেন, আর শবে বরাতের কোন জিনিসটা বেদআত এবং কোন আমলটা সঠিক সেটাও বোঝা যাবে… আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন।


https://youtu.be/Fp795Nqrb2Y
https://youtu.be/SXzbDIAfyKQ
https://youtu.be/rMc976jVTgc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button