অন্যান্য

নামের আগে ‘মোহাম্মদ’ বা ‘মোসাম্মৎ’ ব্যবহার করা

এটা শুধুমাত্র ব্যবহার করা হয়ে থাকে, ঠিক-বেঠিকের কোনো কারণ নেই। এটাকে অনেকটা ওরফের মতো বলা যেতে পারে, যেটা প্রচলন হয়ে গিয়েছে।

আর মোসাম্মৎ কথাটাতো শুদ্ধই নয়। মানে ব্যবহার করার কোন প্রয়োজন নেই, আর ‘মোহাম্মদ’ তো একটা নাম, আল্লাহর নবী (সা.)-এর নাম হচ্ছে মোহাম্মদ। সুতরাং এটা বাধ্যতামূলক কিছুই নয়। কিন্তু এটা প্রচলন হয়ে গিয়েছে।
নামের পূর্বে ‘মুহাম্মদ’ ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু এটা ব্যবহার করা সুন্নাত বা মুস্তাহাব নয়।

নামের আগে ‘মুহাম্মদ’ লেখার প্রচলনটা শুধু উপমহাদেশেই রয়েছে।

ইংরেজ আমলে হিন্দুরা ব্যাপক আকারে তাদের নামের পূর্বে ‘শ্রী’ ব্যবহার করতো। তখন অনেক মুসলমান না বুঝেই হিন্দুদের মত নিজের নামের আগে ‘শ্রী’ লিখা শুরু করে।

তখনকার উলামায়ে কেরাম নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখতে নামের পূর্বে ‘মুহাম্মদ’ যুক্ত করার উৎসাহ দিতেন বলেই জনশ্রুতি আছে।

তবে বর্তমানে এর তেমন কোন প্রয়োজন না থাকলেও নামের পূর্বে উম্মতে মুহাম্মদীর চিহ্ন হিসেবে ব্যবহার করাতে কোন সমস্যা নেই। তবে সুন্নাত বা মুস্তাহাব মনে করা যাবে না।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button